Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জিও-২৯৫ তারিখ-১৯/১১/২০২৩ মূলে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনা কৃষি প্রনোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন
বিস্তারিত

স্মারক নম্বরঃ                                                                                                                            তারিখঃ 09 নভেম্বর, ২০২3

বিষয়ঃ জিও-295 তারিখ-19/10/2023 মূলে 2023-24 অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনা কৃষি প্রনোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন ।

একনজরে ইউনিয়নওয়ারী বিভাজন নিম্নরুপ:

ক্রঃ নং

ইউনিয়নের নাম

কৃষি প্রণোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন

 

মোট

হাইব্রিড (বিঘা/জন)

 

মৌগাতি

320

320

 

মেদনী

320

320

 

ঠাকুরাকোনা

320

320

 

সিংহের বাংলা

320

320

 

আমতলা

310

310

 

লক্ষীগঞ্জ

310

310

 

কাইলাটি

310

310

 

দক্ষিণ বিশিউড়া

320

320

 

চল্লিশা

320

320

 

রৌহা

320

320

 

কেগাতি

350

350

 

মদনপুর

320

320

 

পৌরসভা

160

160

মোট=

4000

4000

                                                বিঘা প্রতি উপকরণ সহায়তা বিবরণঃ

ক্র নং

ফসলের নাম

বিঘা প্রতি উপকরণ সহায়তা (কেজি)

বীজ

 

হাইব্রিড

2


নীতিমালা অনুসারে 01 (এক) জন চাষী পরিবারকে সর্বাধিক ০১ (এক) বিঘা জমির জন্য বীজ সহায়তা প্রদান করা যাবে এবং বাস্তবায়ন নীতিমালা অনুসারে  উপর্যুক্ত ইউনিয়নওয়ারী বিভাজন মোতাবেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর অগ্রাধিকার তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তৈরী করবেন যাহা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি অনুমোদন করবেন । অগ্রাধিকার তালিকা আগামী 16/11/২০২3 খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটিতে জমা দেওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তালিকা প্রস্তুতির সময় উল্লেখ্য যে ইতিপূর্বে যে সকল কৃষক পরিবার পুর্নবাসন বা প্রনোদনা গ্রহন করেছেন তাদেরকে ব্যতিরেকে নতুন কৃষক পরিবারকে তালিকায় অর্ন্তভূক্ত করতে হবে।                                                                                                                                      

   

(রেহনুমা নওরীন)

        উপজেলা কৃষি অফিসার

নেত্রকোণা সদর, নেত্রকোণা

সদস্য সচিব

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি

                                                                                                                           

সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি দেওয়া হলোঃ

১। মেয়র/চেয়ারম্যান ও সভাপতি, পৌরসভা/ইউনিয়ন কৃষি পুনবার্সন বাস্তবায়ন কমিটি-------------------পৌরসভা/ইউনিয়ন, নেত্রকোণা সদর, নেত্রকোণা।

২। জনাব .......................................................................উপ-সহকারী কৃষি অফিসার, ................................................ব্লক। আপনাকে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করত: নির্ধারিত 16/11/2023 তারিখের মধ্যে উপজেলা কৃষি অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা  দাখিল নিশ্চিত করার জন্য বলা হলো। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/11/2023
আর্কাইভ তারিখ
01/11/2030

আপডেট রিপোর্ট